রাজারহাটে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২ মার্চ বুধবার উপজেলা পরিষদের আয়োজনে বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহের উদ্দিন ধনী, বীর মুক্তিযোদ্ধা মো: রজব আলী, মন্টু কার্জ্জী, আজিজুল ইসলাম মন্ডল, ইউপি চেয়ারম্যান মো: আব্দুস ছালাম, প্রেসক্লাব রাজারহাট সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউএনও’র অফিস সুপার মো: ওয়ারেস আলী। পরে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়।