খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে। মঙ্গলবার দপুরে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অপর্ণ শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ড্যাট অতিরিক্ত ডিআইজি মো. আওরঙ্গজেব মাহবুব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের যেকোন সংকটে সবার আগে বুক চিতিয়ে আত্মত্যাগে এগিয়ে এসেছে পুলিশ সদস্যরা। বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে শহীদদের প্রতি এ বাহিনীর প্রত্যেক সদস্যরা চির কৃতজ্ঞ জানিয়ে তাদের পরিবারের কল্যাণে সরকার বহুমুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করছে।
পরে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করতে গিয়ে খাগড়াছড়ি জেলার শহীদ ৬ পুলিশ সদস্যের পরিবারের মাঝে উপহার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।