খাগড়াছড়ির রামগড়ে নানা কর্মসূচির মাধ্যমে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বীমা দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
১লা মার্চ ২০২২ইং (মঙ্গলবার )সকাল ১১টা রামগড় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার পৌরমেয়র রফিকুল আলম(কামাল), রামগড় থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউসার, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী আহমেদ,শহর সমাজ সেবা অফিসার আনোয়ার হোসেন,সমবায় অফিসার মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা আইসিটি প্রোগ্রামার রেহান উদ্দিন,উপজেলা খাদ্য কর্মকর্তা আসাদ ভুঁইয়া,বাংলাদেশ কৃষি ব্যাংকের রামগড় শাখার সিনিয়র অফিসার মোহাম্মদ ওসমান,প্রাইম ব্যাংক রামগড় শাখার এফ.এফ.বিটু, মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, রামগড় সরকারি বিদ্যালয়ের(ভাঃ) প্রধান শিক্ষক আব্দুল কাদের প্রমুখ।
এছাড়াও সভায় রামগড় উপজেলার সরকারি সকল দপ্তরের পদস্থ কর্মকর্তা এবং রামগড় উপজেলার অধিনস্থ সকল বীমা কোম্পানি “র প্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে আয়োজিত বীমা সম্পর্কিত রচনা প্রতিযোগিতা অংশগ্রহনকারী রামগড় ফাজিল মাদ্রাসার ১০শ্রেনীর ছাত্রী মোর্শেদা আক্তার,বলিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০শ্রেনীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস,ও রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০শ্রেনীর ছাত্রী নুসরাত জাহান চৌধুরী( সিরাত) এর হাতে উপস্থিত অতিথি বৃন্দ পুরস্কার তুলে দেন।
উল্লেখ যে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীমা কোম্পানির চাকরিতে যোগদানের তারিখ, অর্থাৎ ১ মার্চকে জাতীয় ‘বীমা দিবস’ হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।