ইউক্রেনের খারকিভ এবং কিইভের মধ্যবর্তী শহর গোলাবর্ষণ করেছে রুশ সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৭০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (১ মার্চ) স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, আলজাজিরা।
ইউক্রেনের সামি আঞ্চলিক রাজ্য প্রশাসনের প্রধান দিমিত্রো জাইভিটস্কি জানিয়েছেন, গেলো রোববার রুশ বাহিনীর চালানো ওই হামলায় ইউক্রেনের সামরিক বাহিনীর একটি ইউনিট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হামলার পর থেকেই স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের ভেতর থেকে নিহতদের মরদেহ উদ্ধারে কাজ করে যাচ্ছেন।
সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টেলিগ্রামে তিনি জানিয়েছেন, হামলায় বহু মানুষ মারা গেছে। এখন পর্যন্ত প্রায় ৭০ জন মৃত ইউক্রেনীয় সেনার জন্য কবরস্থানে স্থান প্রস্তুত করা হয়েছে।
এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রাশিয়ার সামরিক বাহিনী আবারও হামলা শুরু করেছে। প্রতিবেশী দেশ বেলারুশের সীমান্তে মস্কো-কিয়েভ আলোচনা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই শহর দুটিতে রুশ হামলা শুরু হয়।