• শনিবার, ০৪ মে ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মোংলায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত নওগাঁয় বন্ধু মিতালী ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প বেলকুচি উপজেলা নির্বাচনে উড়োজাহাজ প্রতিকে আবারও ভোট চান সফল ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ রামগড়ে ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা খাগাড়ছড়িতে শ্রমজীবী মানুষের তৃষ্ণা নিবারণ করলো খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদে ২ জন  এবং  ভাইস চেয়ারম্যান পদে ১ জনের মনোনয়ন পত্র প্রত্যাহার কাপ্তাই বিএসপিআই এ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয় লামা পৌরসভার মেয়রের পক্ষ থেকে তীব্র গরমে জনসাধারণের মাঝে পানি বিতরণ রাজস্থলীতে “সর্বজনীন পেনশন স্কিম” সম্প্রর্কিত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত যানজট মুক্ত গুইমারা বাজার স্বস্তিতে ক্রেতা বিক্রেতা ও সাধারন মানুষ সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে ৫টি গ্রামের মানুষের চলাচলের এক মাত্র সাঁকো ,এখন মরণ ফাঁদ

সাইফুর রহমান পারভেজ,গোয়ালন্দ প্রতিনিধিঃ / ২২৬ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

কাঁচা বাঁশের সাঁকো থরথর করে কাঁপে নিথুর মানব মনে , কখন যে সাঁকোর বাঁশ পচবে সাঁকো নিজেই জানে , আশা একদিন হবে কালভার্টএই সাঁকোর তলে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় নুরুমন্ডল পাড়া ও ইদ্রিস পাড়ার মাঝে পদ্মার শাখা নদীর উপরে বাঁশের সাঁকোর পরিবর্তন ঘটেনি আজও পর্যন্ত। এক সময়ের ৫ গ্রামের মানুষের চলাচলে এক মাত্র বাঁশের সাঁকোটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এলাকাবাসী বহুবারই ব্রিজ নিমার্ণের প্রতিশ্রæতি পেয়েছে কিন্তু কোন কাজ হয়নি।
জানাগেছে, বছর দুই আগে পদ্মার শাখা নদীর উপরে বাঁশের সাঁকোটি ১লক্ষ ৮৫ হাজার টাকা খরচ করে সাবেক ৩নং ওয়ার্ড সদস্য সাঁকোটি তৈরী করেন তার মুত্যু পর। আবারও এলাকাবাসী মিলে জন প্রতিনিধিদের সহযোগিতায় সাঁকোটি নতুন করে মেরামত করতে হয়।প্রতি দিন এই সাঁকো দিয়ে ৫ গ্রামের লোকজন চলাচল করেন। বেপারী পাড়া, নাছির সরদার পাড়া ,মালো ফকির পাড়া, শাহা বেপারী পাড়া ,ইদ্রিস পাড়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের পড়–য়া শিশু কিশোরা সাঁকোটি দিয়ে পারাপার হয়। সাঁকোটি নড়বড়ে হয়ে গেছে যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।
মো. মিলন মোল্লা বলেন, এই সাঁকোটি দিয়ে ৫ টি গ্রামে মানুষ চলাচল করে । বছর খানেক আগে একবার সাঁকোটি মেরামত করা হয়েছিলো । সাঁকো টির দু পাশের রাস্তা বর্ষার সময় ধসে পড়ে গেছে তার পরও সাঁকোটি বাঁশ জাগায় জাগায় পচে গিয়ে সাঁকোটি নরবরে হয়ে গেছে। এখন যদি মেরামত না করা হয় তাহলে ঘটতে পারে দূর্ঘটনা। এ বিষয়ে দৌলতদিয়া ৩নং ওয়ার্ডের সদস্য মো. আইয়ুব আলী খান কে বার বার ফোন দিলে সে ফোনটি রিসিভ করেনি। দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল রহমান মন্ডল বলেন, আমি উপজেলা পরিষদের চেয়াম্যানের সাথে বসে আলোচনা করে বাঁেশর সাঁকোটি সরিয়ে রাস্তাটি ঠিক করে স্থায়ীভাবে একটি ব্রীজ তৈরী করার চিন্তা ভাবনা করছি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ