• মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বাঘাইহাট বাজার বয়কট প্রত্যাহার করেছে সাজেকবাসী মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও টি-শার্ট উদ্ধার কাপ্তাইয়ে কর্ণফুলী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন রামগড় একতা সমাজ সেবা সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন করেছে ২৩ বিজিবি খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীতা ঘোষণা মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির মানবিক উদ্দ্যোগ, ঈদ উপকরণ হিসেবে গরুর মাংস বিতরণ ঈদ-উল আযহা উপলক্ষে পানছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের উপহার সামগ্রী বিতরণ। মহালছড়িতে পালিত হয়েছে বিশ্ব তামাক দিবস ২০২৫ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: পানছড়িতে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ পানছড়িতে দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানে ছাগল ও শুকর বিতরণ দৌলতদিয়া পোড়াভিটা থেকে মাদক সেবী ও মাদক কারবারি আটক

অবশেষে জামিন পেলেন মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার

হ্যাপী করিম (মহেশখালী) কক্সবাজার: / ৪১০ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম বিএ’কে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক দুর্নীতির নামে সাজানো মামলায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হওয়ার পর চট্টগ্রাম হতে গাড়ী বহরে করে মহেশখালীর প্রবেশ পথ বদরখালী ব্রীজে পৌছলে মহেশখালীর হাজার হাজার মানুষ মোটর গাড়ী শোভাযাত্রা সহকারে বরণ করে নেয়।২৫শে ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৪ টায় অপেক্ষারত জনগণ শত শত ফুলের মালা পড়িয়ে তাদের প্রিয় নেতাকে বরণ করে নেয়।

পৌরসভার একজন সফল মেয়র হিসাবে কারা বরণ সংবাদটি যেমন সমগ্র পৌরসভার আপামর জনতার মনে ব্যতিত করে ছিল। মেয়র সরওয়ারের জামিনে মুক্তির সংবাদে সাধারন আমজনতার মাঝে আনন্দ,খুশির আমেঝ ফিরে আসে। মহেশখালী পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত নারী পুরুষ গোরকঘাটা জনতা বাজার সড়কের দু পাশে দাড়িয়ে কৃষক,শ্রমিক ও নানান শ্রেণী পেশার মানুষ মোটর সাইকেল জিপ,মাইক্রো,সিএনজি গাড়ির শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করে ঘরে নিয়ে আসে হাজার হাজার জনগণ।

জানা যায়, বিগত জানুয়ারি মাসে একটি দুর্নীতি মামলায় আদালত জেল হাজতে প্রেরণ করে। গত ২৩ ফেব্রুয়ারি তিনি জামিনে মুক্তি লাভ করে। ২০০২ সালে মহেশখালী পৌরসভার নির্বাচনে সরওয়ার আজম বিএ বিপুল ভোটে জয়লাভ করলে তার বিপক্ষে নানা ষড়যন্ত্র শুরু করে প্রতিপক্ষ। সেই সূত্র ধরে বিভিন্ন ষড়যন্ত্র মূলক মামলায় জড়িয়ে দেয় সরওয়ার আজমকে। যে সময় মামলা দায়ের করে সেই সরওয়ার আজম দায়িত্বে ছিলনা। তখন সময় দায়িত্বে ছিল(ভারপ্রাপ্ত) মেয়র পূর্ণ চন্দ্র দে।

সদ্য কারামুক্ত সাবেক মেয়র সরওয়ার আজম বিএ বলেন- স্বাধীনতা বিরোধী পরিবারের একটি পক্ষ নিজেদেরকে ক্ষমতায় ক্ষুকিগত করতে আমার বিরুদ্ধে ষঢযন্ত্র করে আসছে। বিপক্ষের শক্তি সব সময় আমার পিছনে লেগে আছে। বিগত ২০০২ সালে পৌর নির্বাচনে আমি বিপুল ভোটে জয়লাভ করলে তারা আমাকে মেয়রের চেয়ারে বেশি দিন বসতে দেয়নি। আমাকে বিভিন্ন মামলায় ফাঁসানোর কারণে জেল জুলুমের শিকার হতে হয়েছে। ষঢযন্ত্রকারীরা তাদের অবৈধ টাকা দিয়ে আমাকে নানাভাবে হয়রানি করে যাচ্ছে। হাজার হাজার জনতা তাদের সেই নীল নকশাকে বারবার ভেঙে দিচ্ছে, কিন্তু কালো টাকা দিয়ে ভোট ডাকাতি করে তারা ঠিকে আছে। ইনশাআল্লা কালো টাকার হাত অচিরেই গুড়িয়ে যাবে।মেয়র সরওয়ার বলেন সমাজের দরিদ্র,শ্রমজীবি মানুষ আমার যে কোন দূঃসময়ে রাজপথে ছিল,এখনো আছে ভবিষ্যৎ ও থাকবে। আজ যারা নিজেদের সময় ব্যয় করে আমাকে সম্মান জানাতর সমবেত হয়েছে আমি তাদের প্রতি আজীবন কৃতজ্ঞতায় আবদ্ধ হয়ে রইলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ