রাঙ্গামাটির লংগদু উপজেলায় প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস -২১ উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুল আবেদীন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহি এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ অরবিন্দ চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, সাবেক মুক্তিযুদ্ধা কমন্ডার সাহনেয়াজ চৌধুরী।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক মুক্তি যুদ্ধা,গণ্যমান্য ব্যাক্তি সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্যে বক্তারা বলেন, আজকের এই দিনে পাকিস্তানিরা আমাদের দেশের অনেক শিক্ষক, কবি সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবীদের হত্যা করেছে। যার কারণে আমরা ঘুরে দাড়াতে অনেক পিছনে পড়েছি। ওরা কখনো চায়নি বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হোক। আজকের এই দিনে যাদের হত্যা করা হয়েছে জাতীর এই সূর্য সন্তানদের প্রতি বাঙ্গালী জাতীর বিনম্র শ্রদ্ধা রইলো।