মহেশখালী উপজেলার ৮নং কুতুবজোম ইউপি নির্বাচনে ৯ নং ওয়ার্ডের মাত্র দুইজন মেম্বার প্রার্থী বিরামহীন প্রচারনায় মুখর গ্রামীন জনপদের প্রত্যন্ত পাড়া মহল্লা লোকালয়। সম্ভাব্য মেম্বার বিজয়ের লক্ষে প্রার্থীদের গণসংযোগ, সালাম, কুশল বিনিময়, প্রস্তুতি সভা ও কর্মী সমাবেশ আর প্রতিশ্রুতির ফুলঝুড়ি মানুষের বন্যায় ভোটারদের মাঝে আশা প্রত্যাশার সাথে সায় সাড়া সমর্থন রায় দেবার প্রতিশ্রুতি মন্তব্যের দৃশ্যের দেখা মিলছে প্রতিদিন…
জানা যায়, নির্বাচন কমিশনের ২য় দফার বন্ধের পর ২০ শে সেপ্টেম্বর সোমবার অনুষ্টিত হতে যাচ্ছে কুতুবজোম ইউপি নির্বাচনের ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী অবসরপ্রাপ্ত সেনা সদস্য শাহ আলম কুতুবী’র প্রতিদ্বন্ধীতায় রয়েছে বিগত নির্বাচনে মাত্র ১৩ ভোটের পরাজিত প্রার্থী, মহেশখালী উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য সালামত সিকদার পুরোদমে নেমে পড়েন মাঠে ময়দানে
প্রার্থীরা সরবে নিরবে বিরামহীন প্রচারনায় নির্বাচনী এলাকার প্রত্যন্ত পাড়া মহল্লা মুখরিত করে তুলেন নিজের যোগ্যতা ও উন্নয়নের প্রতিশ্রুতির দিয়ে যাচ্ছে ভোটারদের ধারেধারে।
সেই সাথে নির্বাচনী প্রচারনায় এলাকায় লিপলেট, পোষ্টার, ব্যানার, ভোটার স্লিপ, ব্যাজ ছাপানো গলায় ঝুলিয়ে প্রার্থীর সমর্থকরা সব মিলিয়ে কুতুবজোম ইউনিয়নে অন্য এক ওয়ার্ডে একাধিক মেম্বার প্রার্থী থাকায় শুধু খোন্দকারপাড়া ওয়ার্ডের নির্বাচনী হওয়া ভিন্ন, এলাকায় নারী-৮৭৩ ও পুরুষ-৯৮১ সর্ব মোট-১৮২৬ ভোটাদের মনে কল্পনা-জল্পনা হবে আগামী ২০ শে সেপ্টেম্বর কে হবে আগামীর মেম্বার?প্রার্থীদের বিরামহীন প্রচার প্রচারনায় মুখরিত হয়ে পড়েছে এলাকার গ্রামীন জনপদের প্রত্যন্ত পাড়া মহল্লা।