• শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
পাহাড়ের সকল হত্যাকান্ডের বিচারের দাবীতে চট্টগ্রামে মানববন্ধন শিক্ষার জন্য চাই আনন্দময় পরিবেশ বললেন শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা মোসাম্মৎ কামরুন নাহার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে সংবর্ধনা ও ক্যাপিং সেরিমনি চট্টগ্রামের বিশেষজ্ঞ হোমিওপ্যাথ এর সাফল্যঃ আন্তর্জাতিক জার্নালে কেইস রিপোর্ট প্রকাশ খাগড়াছড়িতে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি কাজ মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসন বাঘাইছড়িতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা গুরুতর অসুস্থ প্রবীণ সাংবাদিক বাবর লংগদুতে ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতে ইসলামী,র, কর্মী সমাবেশ নবীনগরে ইউএনও শামীমের বদলির প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদ সম্মেলন পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ মানিকছড়ি শাখার ত্রি-বার্ষিক সম্মেলন- সভাপতি দেওয়ানজী, সম্পাদক সঞ্জয় মা‌টিরাঙ্গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি দূর্গম পাহাড়ে জুম চাষ জুমচাষিদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন 

কাপ্তাইয়ের ব্যাঙছড়িতে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন

এস চৌধুরী, নিজস্ব প্রতিবেদক,কাপ্তাই, রাঙ্গামাটি / ৪৪৪ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সব অঞ্চলে সমান উন্নয়ন করে আসছেন। তারই ধারাবাহিকতায় তিনি পার্বত্যঞ্চলের বিদ্যুৎ ব্যবস্হার উন্নয়নে গত এক দশক ধরে শত শত কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

শুধু বিদ্যুৎ ব্যবস্হার উন্নয়ন নয়, বর্তমান সরকার পার্বত্য অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন সহ নানা উন্নয়ন সাধন করে আসছেন। তিনি আরোও বলেন, শেখ হাসিনার সরকার প্রান্তিক জনগোষ্ঠীর কাছে উন্নয়নের ছৌঁয়া দোয়ারে দোয়ারে পৌঁছে দিচ্ছেন।

তিনি শনিবার সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ব্যাঙছড়ি মারমা পাড়ায় মুজিব শত বর্ষ উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙামাটি জেলা পরিষদের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দেওয়া নির্মিত ঘর হস্তান্তর , বিদ্যুৎ লাইন উদ্বোধন এবং এলজিইডির অর্থায়নে ব্যাঙছড়ি মারমা পাড়ার সংযোগ সড়কে গার্ডার ব্রিজ এর নির্মাণ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ এর সভাপতিত্বে ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, সদস্য দীপ্তিময় তালুকদার, সদস্য প্রিয়নন্দ চাকমা, তিন পার্বত্য জেলা বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, এলজিইডি রাঙামাটির নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী , কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী আশফাকুর রহমান মুজিব। কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল এর সঞ্চালনায় এইসময় বক্তব্য রাখেন কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সামসুল ইসলাম আজমীর, ইউপি সদস্য সজিবুর রহমান।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাঙছড়ি বৌদ্ধ বিহারের সভাপতি শৈয়লাচিং মারমা। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউপি সদস্যরা উপস্হিত ছিলেন। প্রসঙ্গতঃ এলজিইডি এর অর্থায়নে ২ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ব্যাঙছড়ি মারমা পাড়ায় ৫৭ মিটার গার্ডার ব্রিজ এর নির্মান কাজ গত বছরের ১৫ জুন শুরু করা হয়েছিল।

এইছাড়া প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ ব্যবস্হা উন্নয়ন প্রকল্পের আওতায় ব্যাঙছড়ি এলাকায় বিদ্যুৎ লাইন বাস্তবায়ন প্রকল্প সুইচ টিপে উদ্বোধন করেন। এর আগে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙামাটি জেলা পরিষদ এর সহযোগিতায় নির্মিত ব্যাঙছড়ি মারমা পাড়ায় ৩ টি ঘরের উদ্বোধন করেন। পরে স্হানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ