রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতি-এমএমএস এর উদ্যোগে আলো প্রকল্পের আয়োজনে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
৮ সেপ্টেম্বর বুধবার দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টে দৌলতদিয়ায় অবস্থিত বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী।
অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল,দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টিটু,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মোঃ জুলফিকার আলী,মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু, গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।
টুর্নামেন্ট সম্পর্কে মুক্ত মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু বলেন- এ টুর্নামেন্টটি ১২ দলের সমন্বয়ে দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করছে। আজকের খেলায় কমলা একাদশ ২-১ গোলে পেয়ারা একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।