৮ সেপ্টেম্বর বুধবার দুপুর আনুমানিক সাড়ে বারোটায় মাগুরা হাসপাতাল পাড়ার দাউদ শরীফের বাসার সামনে থেকে, ১০ এম্পল প্যাথেড্রিন ইনজেকশন বিক্রয় কালে নিউ আলেয়া ক্লিনিকের ম্যানেজার হাসান (২৬), নামে এক মাদক ব্যবসায়ীকে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেফতার করেছে। এ সময় অনুপ দাস (৩২) পিতা: অলোক দাস, সাং: পশু হাসপাতাল পাড়া, মাগুরা নামের এক মাদক সেবীকে ১টি এম্পল পেথিডিন ও ইনজেকশনের সিরিঞ্জসহ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুর রহিম জানান আসামি হাসানের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং ভ্রাম্যমান আদালত কর্তৃক অলোক দাসকে ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে । উল্লেখ্য সম্প্রতি মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাঁড়াশি অভিযানের ফলে মাগুরা সদর হাসপাতালের আশেপাশে বিক্রয় নিষিদ্ধ ইনজেকশন বিক্রয় অনেকাংশে বন্ধ হয়ে গেছে। আব্দুর রহিম আরো জানান নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে ও সদর হাসপাতালে আশেপাশে মাদক ব্যবসার সাথে জড়িত ফার্মেসীগুলোর প্রতি আমাদের বিশেষ নজর রয়েছে।