মোঃ শাহজাহান সাজু, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে মাদকসহ সরকারী কর্মকর্তা ও কর্মচারী আটক নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে জেলায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
অনেকেরই দাবী উঠেছে কর্মকর্তা হলেও মাদক রাখা বা সেবনের দায়ে আটক করা ব্যক্তিকে নিয়ে এমন লুকোচুরি চললে মাদক নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। জানা গেছে, গত বৃহস্পতিবার ১৩ আগষ্ট রাত ১১টার দিকে জেলা শহরের খুটামারা এলাকা থেকে ২৩ বোতল ফেন্সিডিলসহ লালমনিরহাট আনসার ও ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট নুরুল কবির (৪৪), জেলা জজ আদালতের অফিস সহায়ক (এমএলএসএস) শওকত আলী (৩৩) ধান ব্যবসায়ী নজরুল ইসলাম (৪০) কে আটক করে লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আল আমিন হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা করে এবং সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পরের দিন আদালত আসামীদের হাজির করলে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। তবে মাদকসহ সরকারী কর্মকর্তা-কর্মচারী আটকের ঘটনাটি কোনো গণমাধ্যম কর্মীদের জানাতে দেননি লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো কর্মকর্তাগণ। তবে এ নিয়ে জেলায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে