সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ রাজবাড়ীঃ
রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় গোয়ালন্দে আনন্দ
র্যালি ও শুভেচ্ছা মিছিল করেছে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেভাকর্মীরা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব থেকে আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
রাজবাড়ী জেলা শাখার আংশিক কমিটি ঘোষণার পর থেকেই জেলা সহ উপজেলার নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। এসময় মিছিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বিদায়ী সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল, পৌর যুগ্ম আহ্বায়ক তানভীর ইসলাম সজিব,সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনির, শিমুল খান, আতিকুর রহমান, দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেজাউল করিম লাল, ছোট্ট ভাকলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল শেখ, উজান চর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল হাসান, দেবগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসলাম খান স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা মোঃ খবির সরদার, মুবিন, আলতাফ হোসেন প্রমূখ।
এছাড়া রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক মো. আবুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জান্নাতুলও উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বোচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস,এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক পত্রে রাজবাড়ী জেলা শাখার আংশিক আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এ কমিটিতে মো: আব্দুল মালেক খানকে আহবায়ক, তুহিনুর রহমানকে সদস্য সচিব ও এস,এম জান্নাতুলকে সিনিয়র যুগ্ম-আহবায়ককরা হয়েছে। একই পত্রে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি করার জন্য বলা হয়েছে।