খাগড়াছড়ি প্রতিনিধি।। পার্বত্য জেলা খাগড়াছড়িতে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারে সর্বস্থরের মানুষ। অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’কে শ্রদ্ধা নিবেদন জানাতে রাত ১২ টার পূর্বে থেকেই খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে চোখে পরে সর্বস্থরের মানুষের ঢল।
বৃহস্পতিবার মধ্য রাত ১২টা ১ মিনিট হওয়ার সাথে সাথে প্রথমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খাগড়াছড়ি ইউনিট কমান্ড এর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
পরে খাগড়াছড়ি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, খাগড়াছড়ি সিভিল সার্জন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সিনিয়র নেতা, খাগড়াছড়ি প্রেস ক্লাব সহ বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের সদস্যরা শ্রদ্ধা জানান।
শেষে খাগড়াছড়ি জেলা বিএনপি’র দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে শহীদ মিনারে আরেক’টি পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করে।