• শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি বান্দরবানে ‘আরুং আনৈই’ ম্রো ছাত্রাবাসে পিসিসিপি’র শিক্ষা সহায়তা বিতরণ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন মহালছড়ি থানা পুলিশের মোংলায় ১৭ বছর পর শহিদ বেদিতে পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পণ বিএনপির বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণে সর্বক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে – সাবেক এমপি হামিদুর রহমান আযাদ গোয়ালন্দে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কক্সবাজার ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাটস-এ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ২২তম মহান আচারিয়া (গুরু) পূজা অনুষ্ঠিত একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা মহালছড়ি উপজেলা বিএনপির রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ বাঘাইছড়িতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত শহীদ দিবস উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহালছড়িতে “তারণ্য উৎসব” সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্টান

শফিক ইসলাম, মহালছড়ি উপজেলা প্রতিনিধি / ২৪ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 313.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 33;

শফিক ইসলাম,উপজেলা প্রতিনিধি

‎খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় সারা দেশের ন্যায় মাসব্যাপী আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

 

দেশে তারুণ্য শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত একমাস ২০ দিনব্যাপী চলমান তারণ্যে উৎসব মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে শেষ হয়েছে বুৃধবার (১৯ ডিসেম্বর) পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাপনী আলোচনা সভা, পরিষ্কার পরিছন্নতা অভিযান এর মধ্য দিয়ে।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মহালছড়ি অফিসার মোঃ রফিকুল ইসলাম

সমাপনী অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা মৎস কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদি হাসান খান(শাওন) এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ সালেহ্ আহমেদ,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন,শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,মহালছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান (শাওন) বলেন, তারুণ্যর উৎসবের মাধ্যমে তরুণদের মাঝে ঐক্য ও নীতির প্রচার করা হয়েছে। উদ্যোক্তা কর্মী হিসেবে আত্মকর্মসংস্থানের মাধ্যমে যাতে তারা দেশের সম্পদ হয়ে গড়ে উঠতে পারে সে বিষয়ে সজাগ থেকে কাজ করতে হবে। তরুণদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে তা বের করে আনার জন্য আহ্বান জানান।

 

সমাপনী বক্তব্য শেষে তিনি বিভিন্ন ক্যাটাগরীতে মাস ব্যাপী চলমান প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ