• শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি বান্দরবানে ‘আরুং আনৈই’ ম্রো ছাত্রাবাসে পিসিসিপি’র শিক্ষা সহায়তা বিতরণ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন মহালছড়ি থানা পুলিশের মোংলায় ১৭ বছর পর শহিদ বেদিতে পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পণ বিএনপির বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণে সর্বক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে – সাবেক এমপি হামিদুর রহমান আযাদ গোয়ালন্দে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কক্সবাজার ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাটস-এ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ২২তম মহান আচারিয়া (গুরু) পূজা অনুষ্ঠিত একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা মহালছড়ি উপজেলা বিএনপির রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ বাঘাইছড়িতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত শহীদ দিবস উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খাগড়াছড়িতে শাহাদাত ফরাজী সাকিব এর মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। / ১২০ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়িতে মাহাদাত ফরাজী সাকিব এর মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার সকালে খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার থেকে পার্বত্য চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র-জনতা, খাগড়াছড়ি ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি শাপলা চত্বর এসে বিক্ষোভ সমাবেশ করা হয়।

বিক্ষোভ সমাবেশে “পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ” কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বৈষম্যবিরোধী আন্দোলনে পার্বত্য চট্টগ্রামের মুখপাত্র শাহাদাত ফরাজী সাকিব’কে নবম-দশম শ্রেণীর বই তে আদিবাসীদের গ্রাফিতি অঙ্কন বাতিলের বিষয়ে ঢাকায় যে নৈরাজ্য সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে লিপ্ত বলে মিথ্যা মামলায় গত ১৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে গ্রেফতার করা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে খাগড়াছড়ি জেলা পার্বত্য চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র-জনতা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এবং অনতিবিলম্বে মুক্তির দাবি জানানো হয়। না হলে কটো কর্মসূচি নেওয়ার হুশিয়ারী দেন বক্তারা।

এসময় বিক্ষোভ সমাবেশে সাবেক পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সাবেক পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাগরিক পরিষদের কেন্দীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি আব্দুল মজিদ, ইসলামি আন্দোলন বাংলাদেশ, খাগড়াছড়ি জেলার সভাপতি দোলোয়ার হোসেন, যুব আন্দোলনের সংগঠক আব্দুল ওয়াহেদ, দিঘিনালা উপজেলার নাগরিক পরিষদের
সভাপতি জাহিদ হাসান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ