রাঙামাটি প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষুধ ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেছে নানিয়ারচর সেনা জোন (ইনভিনসিবল সেভেনটিন)। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এই চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা বিতরণ করা হয়।
সোমবার সকালে উপজেলার বড়পুলপাড়া এলাকায় চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন, নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্ণেল তানভীর আহমদ সাদী (পিএসসি)।
বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শনকালে তানভীর রহমান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় ও কুশলাদি বিনিময় করেন। পরে বড়পুলপাড়া সরকারী বিদ্যালয় ও বড়পুলপাড়া নি¤œ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন নবাগত জোন অধিনায়ক। এসময় স্কুল উন্নয়নে আর্থিক (নগদ) অনুদান বিতরণ করেন এই সেনা কর্মকর্তা।
এবিষয়ে নানিয়ারচর জোন অধিনায়ক জানান, অত্র এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবহিনী। সেবামূলক যে কোন প্রয়োজনে আপনাদের পাশে থাকবে নানিয়ারচর জোন। নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।