হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগতিতে এক নিরীহ পরিবারের বসতঘর দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালীর নুরুল করিমের বিরুদ্ধে। উপজেলার চরবাদাম ইউনিয়নের ২নং ওয়াডে এমন ঘটনা ঘটে। নিরাপত্তাহীন ওই পরিবার প্রতিকার চেয়ে রামগতি থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগসূত্রে জানা গেছে, স্থানীয় নুরুল করিম তার আপন ভাতিজা শাহজাহানের বসতঘর দখলের পাঁয়তারা করে আসছে। নুরুল করিম তার ভাতিজার শেষ সম্বল ঘরভিটির লোভে দীর্ঘদিন যাবত দখল করতে দলবল নিয়ে হানা দেয়। শাহজাহান তার পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনভাবে দিন-রাত জীবন যাপন করছেন।
ভুক্তভোগী ও বসতভিটির জমির প্রকৃত মালিক শাহজাহান বলেন, আমার ক্রয়কৃত সম্পত্তিতে আমি আজ পাঁচ বছর বসত ঘরে জীবন যাপন করছি। হঠাৎ আমার আপন চাচা ও স্কুল শিক্ষক নুরুল করিম আমার জায়গা দখল করতে রাতের আধাঁরে লোকজন নিয়ে পাঁয়তারা করে। তিনি আরও বলেন আমার অনুপস্থিতিতে যে কোন মুহুর্তে নুরুল করিম আমাদের উপর বড় ধরণের ক্ষতি করতে পারে।
স্থানীয় মো. আলী হোসেন, জমির আলী, সিরাজ ও মো. কামাল বলেন, জমির প্রকৃত মালিক শাহজাহান। বিগত কয়েক বছর তার ক্রয়কৃত জমিনে সে দখলে রয়েছে। বর্তমানে নুরুল করিম মাস্টার তার ভাতিজার জমি দখলের নানা কৌশল করছে।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন, ভুক্তভোগী শাহজাহানের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।