• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
দীঘিনালায় ভাঙ্গা ঘরে কষ্টে দিন কাটছে অসহায় আহমদ আলী পরিবারের রামগড়ে চার মাংস ব্যবসায়ীকে জরিমানা গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন-সভাপতি আজু শিকদার, সম্পাদক শহিদুল ইসলাম আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিলেন যামিনীপাড়া জোন রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে দুই ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা খাগড়াছড়ি বন বিভাগ দু’টি বন মোরগ উদ্ধার করে অবমুক্ত করলো প্রাকৃতিক বনে মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা পাহাড়ে অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সেনাবাহিনীর সহায়তা বিতরণ লংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা মানিকছড়িতে ইয়ুথ গ্রুপের কর্ম অভিজ্ঞতা ও ত্রৈমাসিক সভা লংগদুতে সরকারি চাল মজুদ রাখার অভিযোগে তিন ব্যবসায়ীকে নগদ অর্থদন্ড নববর্ষের শোভাযাত্রায় ইয়েন ইয়েনের দেশবিরোধী প্ল্যাকার্ড নেওয়ায় পিসিসিপি’র বিক্ষোভ

কাপ্তাইয়ে রুপসী কাপ্তাইয়ের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ১৭২ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: সুধী সমাবেশ, কেক কাটা, আলোচনা সভা এবং প্রানবন্ত আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রাঙামাটির কাপ্তাই উপজেলা হতে প্রকাশিত মাসিক পত্রিকা রুপসী কাপ্তাইয়ের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

এই উপলক্ষে শনিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ওয়াগ্গাছড়াস্থ প্যানোরোমা জুঁম রেস্তোরাঁর সাংস্কৃতিক মঞ্চ প্রাঙ্গনে পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী পদস্থ কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার লোকজনের আগমনে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল।

রুপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই জোনের উপ অধিনায়ক মেজর ফয়েজ আহমদ পিএসসি। এসময় তিনি বলেন, আমরা সম্প্রীতির কাপ্তাই চাই। এখানে পাহাড়ি – বাঙালী সব ধর্মের বর্ণের মানুষ একসাথে বসবাস করে আসছে। এখানে সাম্প্রদায়িকতার স্থান নেই।

এসময় রুপসী কাপ্তাইয়ের সফলতা কামনা করে আরোও বক্তব্য রাখেন কেপিএম লিমিটেডের এমডি মো: শহীদ উল্লাহ, ৪১ বিজিবির মেডিকেল অফিসার এস এম আশিকুজ্জামান, কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী ( পিএইচডি) কেপিএম লিমিটেডের মহাব্যবস্থাপক( বানিজ্যিক) আব্দুল্লা আল মামুন, জিএম( এমটিএস) আবুল কাসেম রনি, জিএম ( অপারেশন) মইদুল ইসলাম, জিএম ( এডমিন) আবদুল্লা আল মামুদ, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক মোরশেদুল আলম কাদেরী ও খোরশেদুল আলম কাদেরী, কাপ্তাই থানার সাবেক ওসি মো নাসির উদ্দীন, বর্তমান ওসি মো মাসুদ, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, কেপিএম সিবিএ এর সাধারণ সম্পাদক আবু সরোয়ার প্রমুখ।

প্রসঙ্গত: পাহাড়ের উন্নয়ন, সংস্কৃতি, সমস্যা, সম্ভাবনা, কৃষ্টি, ঐতিহ্য, ভ্রমন, সহ নানা জনমুখী কর্মকান্ডকে পাঠকের সামনে তুলে ধরার জন্য ১৯৮৬ সালে কাপ্তাই হতে যাত্রা শুরু করে মাসিক পত্রিকা রুপসী কাপ্তাই। পরে ১৯৮৯ সালে তৎকালীন চট্টগ্রাম এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহমুদুল হাসান কাপ্তাই প্রকৌশল একাডেমিতে আনুষ্ঠানিকভাবে রুপসী কাপ্তাই পত্রিকা উদ্বোধন করেন। পরে তিনি জেটিঘাটে রুপসী কাপ্তাইয়ের অফিস উদ্বোধন করেন।
এসময় কাপ্তাই রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জামিল উদ্দিন আহসান, দৈনিক গিরিদর্পনের সম্পাদক ও রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে সাবেক পরিচালক প্রয়াত ডা: এস এম চৌধুরী সহ পদস্থ সামরিক ও বেসরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই রুপসী কাপ্তাইয়ের হাত ধরে কাপ্তাইয়ে অনেক সাংবাদিক তৈরী হয়েছে বলে জানান পত্রিকাটির নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ