বান্দরবানের লামায় প্রেমিকের হাত ধরে পালানো প্রবাসীর স্ত্রী ২৪ দিন পরে স্বেচ্ছায় লামা থানা পুলিশের কাছে ধরা দিয়েছে।
প্রেমিকের হাত ধরে পালানোর ঘটনায় ফ্রান্স প্রবাসী জ্ঞান পাল বড়ুয়ার মা সুজাতা বড়ুয়া (৬০) বাদী হয়ে ভিকটিম উদ্ধারে লামা থানায় মামলা করেছিল। মামলায় প্রেমিক সুভাত কুসুম বড়ুয়া (২০) ও তার বাবা কাজল বড়ুয়াকে (৫০) আসামি করা হয়।
জানা যায়, লামার রূপসীপাড়া ইউনিয়নের দরদরী বড়ুয়া পাড়ায় প্রেমিকের হাত ধরে গত ১৮ জুলাই প্রবাসীর স্ত্রী পালিয়ে যায়। আজ বুধবার (১১ আগস্ট) সকাল ১০টায় লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করার উদ্দেশ্যে পুলিশের কাছে ধরা দেয়। লামা থানা পুলিশের ডিউটি অফিসার বলেন, ভিকটিম লামা থানা পুলিশের হেফাজতে আছে।