আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার পরিবার পরিকল্পনার প্রধান কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস এর বিরুদ্ধে অফিস সহকারীদের মাধ্যমে পাহাড় সমান অভিযোগ পাওয়া যায়। তিনি ২০শে নভেম্বর ২০২৩ ইং তারিখে মোল্লাহাটে চাকুরিতে যোগদান করেন। গত ৫ ই আগষ্ট আওয়ামী সরকার পতনের পর হইতে পলাশ কুমার বিশ্বাস অফিস সহকারীদের প্রতি চালায় রোলারস্টেম।
কারনে অকারনে অনৈতিক ব্যবহার করেন এমনকি অকথ্য ভাষায় গালিও দিয়ে থাকেন অফিস সহকারিদের। তাহার অধিনস্থ কর্মকর্তা কর্মচারীদের পেনশন সংক্রান্ত বিষয়ে কোন সহযোগিতা চাইলে তিনি কোন ধরনের সহযোগিতা করায় ইচ্ছুক নয় বড়ং কর্মচারীদের বিভিন্ন ভাবে অপমান জনক ভাষা প্রদান করে থাকেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অফিস সহকারী এক মহিলা তার অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়া তাহার গায়ে হাত তোলে ও ফাইল ছুড়ে মারে। পূর্বে উক্ত অফিস সহকারি মহিলা মাতৃজনীত ছুটি কালীন সময়ে তাহার বেতনও বন্ধ করে দেওয়া হয়।
আরো জানা যায় পরিবার কল্যান সহকারি শিউলি রানী বিশ্বাসকে তিনি সরকারী অনুমতি ছাড়াই ভারত ভ্রমনে পাঠায় পরবর্তিতে বিষয়টি জানাজানি হলে এক প্রকার জটিলতার সৃষ্টি হয়। এ বিষয়ে অফিস সহকারীদের এমন ভাবে হুমকি প্রদান করে বলেন কেহ যদি এ বিষয়ে কথা বলে তহলে সে পেনশন নিতে পারবেনা ও এসিআর প্রদান করা হবেনা তাকে ।
সত্যতা নিশ্চিত হওয়ার জন্য পরিবার পরিকল্পনার অফিসে কর্মচারীদের সাথে কথা বলে নিশ্চিত হন লিখিত অভিযোগের সাথে সত্যতা প্রমান মেলে, মুঠো ফোনের মাধ্যমে পলাশ কুমারবিশ্বাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাহার মুঠোফোনে যোগাযোগ করা যায়নি।
উল্লেখ্য যে পলাশ কুমার বিশ্বাস গত ১ লা সেম্পেম্বর হইতে অফিসে অনুপস্থিত। অফিস সহকারীদের দাবী আমাদের এখানে একজন সৎ এবং নিষ্ঠাভাজন কর্মকর্তার অতিব জরুরী।