আব্দুল মান্নান, স্টাফ রিপোর্ট, খাগড়াছড়িঃ
গ্রাম-গঞ্জের মানুষ আগে জুমা বারে তাঁদের বিভিন্ন মানত বা ঈদ এ মিলাদুন (স.) নবী উপলক্ষে মসজিদে শিরনি বা শিন্নির আয়োজন করত! নামাজ শেষে দোয়া, মিলাদ শেষে মাঠে মুসল্লীদের বসিয়ে কলাপাতায় শিরনি বা শিন্নি সাথে চালের রুটি বা কেউ জিলাপি বিতরণ করতেন। মুসল্লীরাও মনখুলে খেতেন। বিশেষ করে শিশু-কিশোরেরা এ ধরণের আয়োজন দেখলে খুশিতে হতো আত্মহারা! কালের আর্বতে আজ এ ধরণের আয়োজন অনেকটা বিলুপ্তির পথে! ১৩ সেপ্টম্বর শুক্রবার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ডাইনছড়ি এলাকার আমতলী পাড়া মসজিদে জুমার নামাজ শেষে শিরনি বিতরণ করতে দেখা গেছে।