• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে মানিকছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বই ও শিক্ষা উপকরণ উপহার প্রদান চাঁদার টাকা না দিলে হামলা বেপরোয়া হয়ে উঠেছে -সন্ত্রাসী রকি গ্রুপ ১ যুগ পর মহালছড়ি গণতান্তিক উপায়ে বাজার ব্যবসায়ী কমিটি গঠন ওলামা বাজার মাদ্রাসার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মাদ্রাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কাপ্তাই সেনা জোনের প্রীতি ভোজ  পরিষদ ভবণ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানিকছড়িতে সচেতন নাগরিক ফোরামের মানববন্ধন মাটিরাঙ্গায় প্রা‌ন্তিক কৃষক‌দে‌র মাঝে বিনামূ‌ল্যে সার ও বীজ বিতরণ চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে ২ দিনব্যাপী  দক্ষতা উন্নয়নের উপর কর্মশালা শুরু রাঙ্গামাটিতে ঘুষ-তদবির ছাড়া মেধার ভিত্তিতে ১৭ জন পেলেন পুলিশের চাকরি দাগনভূঞা সরকারি হাসপাতালে আস্থা ফিরেছে রোগীদের – ক্রমান্বয়ে বাড়ছে রোগী, কনসালটেন্ট ও জনবল সংকটে চরমে ইসলামি ফাউন্ডেশন উদ্যোগে মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও ভাতা প্রদান

খালেদা জিয়াকে চিকিৎসা নিতে দেয়া হয়নি, এখন হাসিনার চিকিৎসা করবে কে? – সাবেক এমপি হাবিব

স্টাফ রিপোর্টার: / ১৩৬ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

 

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, স্বৈরাচারী হাসিনা দেশনেত্রী খালেদা জিয়ার চিকিৎসা করাতে দেননি। খালেদা জিয়া মুক্ত হয়েছেন, এখন হাসিনার চিকিৎসা করাবে কে?
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে তালা উপজেলার পাটকেলঘাটা বলফিল্ডে এক বিশাল গনসংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, ২০২০ সালে যখন আমাকে গ্রেপ্তার করা হয় তার অনেক আগে আমি কানাডায় যেতে পারতাম কারন আমার ভিসা ছিলো। কিন্তু আমি পালাইনি। পালিয়েছে হাসিনা। জীবন হাতে নিয়ে আমরা এই সংগ্রাম করেছি।
জেলখানার অভিজ্ঞতা উল্লেখ করে হাবিব বলেন, কি নিদারুন কষ্টে ছোট্ট ঘরে আমরা থেকেছি। আধবেলা একবেলা খেয়ে চার বছর পার করেছি। আল্লাহর অশেষ রহমতে আজকে আমরা মুক্তি পেয়েছি, কোন শক্তি আমাদেরকে আটকে রাখতে পারেনি।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, আগামীতে তরুনদের প্রতিনিধি জননেতা তারেক রহমান দেশকে নেতৃত্ব দেবেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়। এতে আরও বক্তব্য রাখেন এ্যাড.শাহানারা পারভিন বকুল, খুলনা মহানগর বিএনপির নেতা শফিকুল ইসলাম শাহীন, সাতক্ষীরা-৪ আসনের সাবেক সাংসদ কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসান প্রমুখ।

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১(তাল-কলারোয়া আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মিথ্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন।

২০২৩ সালের ১৮ এপ্রিল হাবিবুল ইসলাম হাবিব সহ ৪৮ জন বিএনপি নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সম্প্রতি স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তারিখে উচ্চ আদালতের মাধ্যমে তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ