সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধি॥
রাজবাড়ীর গোয়ালন্দে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির (৪০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার তেনাপঁচা গ্রাম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোরে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়েেনর তেনাপঁচা গ্রাম এলাকায় গ্রামীণ সড়কের ঢালে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ওই দিন সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের ওই ব্যাক্তির গলাকাটা লাশটি উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানাপুলিশ। পুলিশ ও এলাকাসীর ধারণা, গত শুক্রবার দিনগত রাতের কোন এক সময়ে অজ্ঞাত একদল দুর্বৃত্ত ওই ব্যাক্তিকে হাত-পা বেঁধে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা নিশ্চিত করে লাশ ফেলে রেখে পালিয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘অজ্ঞাত এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। কোন কারণে এবং কারা এই হত্যাকান্ডটি ঘটিয়েছে তা এখনো জানা যায় নাই।