ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ১৪ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৩০ কেজি দেশীয় প্রজাতির রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
৩১ আগষ্ট (শনিবার) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ পুকুরে দেশীয় প্রজাতির রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এ সময় মাছের পোনা আবমুক্তকরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো মহিউদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান এবং উপজেলা পিআইও রুহুল আমিন।
পরে ১৩ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ের প্রতিনিধিদের মাঝে মাছের পোনা অবমুক্তকরনের জন্য হস্তান্তর করা হয়।