এম মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যা পরবর্তী সময়ে দুর্গম এলাকার দুই শতাধিক পাহাড়ি ও বাঙালিকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন, চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)।
মঙ্গলবার সকালে বিজিবির আওতাধীন বাবুছড়া মুখ উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় এ চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া দেয়া হয়।
এ সময় ৭ বিজিবির মেডিকেল অফিসার মেজর আতাউর রহমান (এএমসি) চিকিৎসা সেবা প্রদান করেন।
৭ বিজিবি থেকে জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের মানুষের যেকোনো দুর্যোগে পাশে আছে। তারই ন্যায় ৭ বিজিবি এ অঞ্চলের মানুষদের জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে ৭ বিজিবির আওতাধীন দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়েছে। ভবিষ্যতেও ব্যাটালিয়নের পক্ষ থেকে এমন কার্যক্রম চলমান থাকবে।