• শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
মাইসছড়িতে মহালছড়ি উপজেলার বিএনপির দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান গুইমারায় পূজামন্ডপ পরিদর্শনে রিজিয়ন কমান্ডার উপহার বাবদ এক লাখ টাকা আর্থিক অনুদান মানিকছড়িতে পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান করেছেন সিন্দুকছড়ি সেনাবাহিনী গোয়ালন্দে ভাঙন প্রতিরোধে ফেলা হচ্ছে জিওব্যাগ সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় রীতিতে ভাবগাম্ভীর্যে নানা উপাচারে খাগড়াছড়িতে অষ্টমী পূজা পালিত খাগড়াছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত  লংগদুতে পূজা মন্ডব পরিদর্শনে জেলা প্রশাসক সড়ক দুর্ঘটনায় মহালছড়ি এক যুবকের মর্মান্তিক মৃত্যু ওয়াদুদ ভুইয়ার শারদীয় উপহার নিয়ে মন্ডপে মন্ডপে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মাটিরাঙ্গায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপির নেতৃবৃন্দ বাংগালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে তিনটি পূজা মান্ডপে সহায়তা প্রদান ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস সাজেকে পূজা মন্ডপ পরিদর্শন এবং আর্থিক অনুদান প্রদান করেন বাঘাইহাট জোন

রাঙামাটি জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

মোঃ হাবীব আজম, ব্যুরো প্রধান, রাঙামাটি: / ৭৫ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

 

মো: হাবীব আজম, ব্যুরো প্রধান, রাঙামাটি:
রাঙামাটি সদর জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়ে থাকে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ আগস্ট ২০২৪ তারিখে রাঙ্গামাটি জোনের কাউখালী আর্মি ক্যাম্পের দায়িত্বাধীন কচুখালী এলাকায় জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমটি দিনব্যাপি পরিচালনা করা হয়। যার মাধ্যমে অসুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত স্থানীয় মোট ২৫০ (বাঙ্গালি ১৪৫ ও পাহাড়ি ১০৫) জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। এখানে উল্লেখ্য যে, উক্ত চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে রাঙ্গামাটি সিএমএইচ হতে দক্ষ ডাক্তার মেজর জান্নাতুল নাইম এবং মেডিকেল সদস্য উপস্থিত ছিলেন।

কাউখালী আর্মি ক্যাম্পের আওতাধীন কচুখালী এলাকার জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। ভবিষ্যতে রাঙ্গামাটি জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ