মো: হাবীব আজম, ব্যুরো প্রধান, রাঙামাটি:
রাঙামাটি সদর জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়ে থাকে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ আগস্ট ২০২৪ তারিখে রাঙ্গামাটি জোনের কাউখালী আর্মি ক্যাম্পের দায়িত্বাধীন কচুখালী এলাকায় জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমটি দিনব্যাপি পরিচালনা করা হয়। যার মাধ্যমে অসুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত স্থানীয় মোট ২৫০ (বাঙ্গালি ১৪৫ ও পাহাড়ি ১০৫) জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। এখানে উল্লেখ্য যে, উক্ত চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে রাঙ্গামাটি সিএমএইচ হতে দক্ষ ডাক্তার মেজর জান্নাতুল নাইম এবং মেডিকেল সদস্য উপস্থিত ছিলেন।
কাউখালী আর্মি ক্যাম্পের আওতাধীন কচুখালী এলাকার জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। ভবিষ্যতে রাঙ্গামাটি জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত