খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে তিন হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাল) বিতরণ করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।
সোমবার (২৫ জুন) সকালের দিকে মাটিরাঙ্গার সাত ইউনিয়নের বানভাসী সাড়ে তিন হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মুখে খাবার তুলে দেয়ার জন্য সরকারের পক্ষ থেকে মাটিরাঙ্গা উপজেলার সাতটি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তার মাধ্যমে স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সাড়ে তিন হাজার পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের ত্রাণ কার্যত্রুম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।