খাগাড়ছড়ি : কয়েকদিনের টানা বৃষ্টি আর ভারী বর্ষন এবং পাহাড় ধ্বসে নি:স্ব হয়ে পড়েছে সাধারন মানুষ। বাড়ি-ঘরে পানি ওঠায় খাদ্য সঙ্কটে পড়েছে সাধারন মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্থ দুর্গত মানুষের কষ্টের যেন শেষ নেই। এমন পরিস্থিতিতে মাটিরাঙ্গার দুর্গত মানুষের পাশে দাড়িয়েছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি।
শুক্রবার (২৩ আগস্ট) সকালের দিকে মাটিরাঙ্গার দুর্গত এলাকায় টানা বৃষ্টি ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন।
এসময় আমতলী, অযোধ্যা, সাদিয়াবাড়ীপাড়া,
করল্যাছড়ি, শান্তিপুর, মৌলভীপাড়া ও ইব্রাহীম পাড়া এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে খেদাছড়া ব্যাটালিয়নের (৪০ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াবেন আহবান জানিয়ে বলেন, ভয়াবহ বন্যা ও পাহাড় ধ্বসে অনেক মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি খাদ্য জরুরী। তিনি বলেন, বিজিবি বরাবরই পাহাড়ের মানুষের জন্য কাজ করেছে, আমাদের এ তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।