ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মুরালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ৫৩ জন লোকের মাঝে কাপ্তাই থানার পক্ষ হতে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে কাপ্তাই থানার ওসি আবুল কালাম মুরালি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান সামগ্রী তুলে দেন এবং তাঁদের খবর নেন। বিতরণকালে ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফুলাচিং মারমা সহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত ৪ দিনের টানা বর্ষণে মুরালি পাড়া এলাকায় পাহাড় ধ্বসে তিনটি ঘরের পাশে পাহাড়ের মাটি এসে পড়ায় লোকজন বসবাস করা অত্যাধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় ঘরের লোকজন এবং আশপাশের আরো ৯ টি পরিবারের লোকজনও পাহাড় ধ্বসের আশংকায় তাহাদের বাড়ি ঘর ছেড়ে পাশ্ববর্তী মুরালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন।
বর্তমানে ঐ স্কুলে ১২ জন পুরুষ ১২ জন মহিলা ও ২৯ জন শিশুসহ মোট ৫৩ জন লোক অবস্থান করছেন।