ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই ব্যাটালিয়ন(৪১ বিজিবি) এর উদ্যোগে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর মুরালিপাড়ায় পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, আটা, চিনি, লবন, সরিষা তেল, সয়াবিন তেল এবং ডিম তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে ৪১ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল তানজিলুর রহমান ভূঁইয়া মুরালি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব ত্রান সামগ্রী তুলে দেন।
এ সময় ব্যাটালিয়ন এর উপ অধিনায়ক মেজর লতিফুল বারী এবং ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফুলাচিং মারমা উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে বিজিবির অধিনায়ক উপস্থিত সবাইকে চলমান ভারী বর্ষায় নিরাপদ স্থানে বসবাস করার পরামর্শ দেন এবং যেকোন প্রয়োজনে বিজিবিকে অবহিত করার আহ্বান জানান।