ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি:- বৃহস্পতিবার(২২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ে দিয়ে পানি ছাড়বে বলে গুজব ছড়ানো হয়েছে। গুজবে বলা হয়েছে বৃহস্পতিবার ৩টায় কাপ্তাই লেকের পানি ছাড়া হবে।
গুজবের সত্যতা নিশ্চিত করতে এই প্রতিবেদক বৃহস্পতিবার দুপুর ১ টা ৩০ মিনিট এবং বিকেল ৪ টায় দুই বার মুঠোফোনে কথা বলেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহ এর সাথে।
তিনি বলেন, দুপুর ১ টা ৩০ মিনিট এ লেকে পানি ছিল ১০৩ মীনস সি লেভেল এবং ৪ টায় লেকে পানি হয়েছে ১০৪. ২৮ মীনস সি লেভেল। কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট (মিনস সি লেভেল)। লেকে ১০৯ মীনস সি লেভেল বা এর কাছাকাছি পানি আসলে তবেই কাপ্তাই স্পীল ওয়ে ছাড়া হবে।
তিনি আরোও বলেন, টানা ভারি বৃষ্টিপাত না হলে অন্তত আগামী ২৪ ঘন্টায়ও এতো পানি বৃদ্ধি পাওয়ার কোন শঙ্কা নেই। ফলে আপাতত কাপ্তাই লেক থেকে পানি ছাড়ার কোন সম্ভাবনা নেই। যদি ভারি বৃষ্টি পাত হয়ে উজান হতে পানি নেমে আসে তখন পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সভা করে সিদ্ধান্ত গ্রহন করা হবে। সেই ক্ষেত্রে জনগণকে প্রচার করে অবহিত করা হবে।