রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার পার্শ্ববর্তী সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টারের মেধাবী ছাত্র মোঃ ইমরান নবীকে (১৮) হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে মাদ্রাসা শিক্ষার্থী,শিক্ষক এবং জনসাধারণ। গত মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল তিন ঘটিকায় রাঙ্গুনিয়া উপজেলার দশ মাইল বাজারের চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওলানা নাছির উদ্দীনের সভাপতিত্বে এবং মাওলানা মুফতি এরশাদুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা কামাল উদ্দীন, মুফতী আনসার সাহেব, মুফতী সাইফুল ইসলাম,মাওলানা ইদ্রীস,মাওলানা তাওহীদুল ইসলাম,মাওলানা নুরুল আমিন,মাওলানা দীদার, মাওলানা শাহেদুল ইসলাম, ইউপি সদস্য কাইয়ুৃৃম হোসেন মিরাজ,ব্যবসায়ী মাসুম সর্দার,সাংবাদিক হাবিবুল্লাহ মেজবাহ প্রমুখ।
এসময় বক্তারা মোঃ ইমরান নবীর হত্যাকারী মোঃ মারুফকে দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসি দেওয়ার জন্য দাবি জানায়। এসময় বক্তারা আরো বলেন যাতে এমন কাজ আর কেউ কখনো করার সাহস না পায় সেজন্য হত্যাকারী মারুফ এবং তার সহযোগিতায় যারা রয়েছে সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হোক।
উল্লেখ যে,গত ১৭ আগস্ট সুখবিলাস শারজাহ হাসপাতালের পাশ্ববর্তী এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে ১৮ আগস্ট মোঃ ইমরান নবীর মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
আর আসামিকে ১৬৪ ধারা জবানবন্দি রেকর্ড শেষে আদালতের মাধ্যমে চট্টগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।