• বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নবীনগরে ৬ ডাকাত গ্রেপ্তার ইসলামী আন্দোলন বাংলাদেশ“ চোর পেটানোর ঘটনায় পাল্টা হামলার ঘটনা পরিদর্শন বান্দরবানে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মায়ের ইচ্ছেপূরণে চিকিৎসক হতে চান মানিকছড়ির একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত হাসপ্রিয়া আক্তার হাসনা আগস্ট বিপ্লব: প্রবাসীদের প্রত্যাশা বিষয়ক সেমিনার বান্দরবান সেনাবাহিনীর পক্ষ থেকে বৌদ্ধ সম্প্রদায়ের ও বৌদ্ধ বিহারে সহায়তা প্রদান জিপিএ ৫ পেয়েছে ৫০ জনই বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ মোল্লাহাটে  জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে এক টাকায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রবারণা বাজার রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের বৃক্ষ রোপণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মাটিরাঙ্গা বাজার মনিটরিংয়ে ইউএনও-এসিল্যান্ড

মাইনীমূখ ইউপি চেয়ারম্যান কমলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

মোঃ আলমগীর হোসেন,লংগদু (রাঙ্গামাটি) / ৩৫৫ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

 

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমূখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমলের বিরুদ্ধে উন্নয়ন তহবিলের ভুয়া বরাদ্দ দেখিয়ে টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
জানা যায় ৬নং মাইনীমূখ ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল খাত মৌলিক থোক বরাদ্দ (বিবিজি) থেকে ২য় কিস্তির প্রকল্প মাইনীমূখ মডেল হাইস্কুলে ২টি পাকা টয়লেট সংস্কার বাবদ ২,৪৭২০০টাকা এবং লংগদু রোড হতে ভারত চন্দ্র চাকমার বাড়ি পর্যন্ত ইট সলিং বাবাদ ১,৫০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। যা সম্পূর্ণ টাকাই কোন কাজ করানো ছাড়াই আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।
ঘটনা সম্পর্কে মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুন্নেছা (রোজী) জানায়, কয়েক মাস আগে আমাদের স্কুলের ছাত্রদের বিদায় অনুষ্ঠানে এমপি আসছিলো তখন তাড়াহুড়ো করে ম্যানেজিং কমিটির সভাপতি ফয়জুল আজীম নিজে একটি ওয়াশ রুম বানিয়ে দেয়। এছাড়া কারা বরাদ্দ নিয়ে আসছে, কিসের বরাদ্দ এবিষয়ে আমি কিছুই জানিনা তবে সরকার পতনের পর থেকে শুনতেছি আমাদের স্কুলের ওয়াশ রুমের নামে বাজেট আসছে ২লক্ষ ৪৭হাজার ২শ টাকা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইসমাইল হোসেন জানান আমার এধরণের কোন প্রকল্প সম্পর্কে জানা নাই।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল বলেন আসলে আমাকে মাইনীমূখ মডেল হাইস্কুলের সাবেক সভাপতি হাজী ফয়েজুল আযীম ফোন দিয়ে স্কুলে নিয়ে টয়লেট সংস্কারের অনুরোধ করলে আমি বলি আমার এখন বরাদ্দ নাই, তখন ফয়েজ ভাই বলেন আমি এখন কাজ করিয়ে নেই তুমি বরাদ্দ আসলে দিও। আমি মনে করেছি তিনি কাজ সম্পর্ণ করেছেন। তিনি আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছেন ও সেই কাজ যে এখনো হয়নি তা আমি জানতাম না।
এছাড়া লংগদু রোড হতে ভারত চন্দ্র চাকমার বাড়ি পর্যন্ত রাস্তার ইট সলিং প্রকল্প চেয়ারম্যান সুকৃতি চাকমাকে রাস্তায় কাজ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন বৃষ্টির কারনে কাজ সম্ভব হয়নি। আর ইউপি চেয়ারম্যান কমল ও কাজ না হওয়ার বৃষ্টিকেই দায়ী করেছেন। উভয় প্রকল্প পরিশর্দনে সরো জমিনে গিয়ে কাজ করেছে বলে মনে হয়নি।

উল্লেখ্য যে মাইনীমূখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমলের বিরুদ্ধে এছাড়াও জমি দখল, ইয়াবা,গাজা ব্যবসা, এবং বিভিন্ন সময় ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। দলীয় ক্ষমতা বলে ধরাকে সরা জ্ঞান করে নানা অনিয়ম করে আসছে। কেউ ভয়ে মুখ খুলতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ