সাধন সাহা জয়, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইউসুফ (৫ ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ আগষ্ট) দুপুরে পৌর এলাকার ৫ নং ওয়ার্ড মাঝিকাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
জানাযায় মোঃ সুমন মিয়া সিঙ্গাপুর প্রবাসী, তার দুই ছেলের মধ্যে ইউসুফ ছোট।পরিবারের সদস্যরা বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করে না পেলে সন্দেহজনক বাড়ির পাশের পুকুরের পানিতে নেমে খোঁজ করে, পরে পানির নিচ থেকে ইউসুফের লাশ উদ্ধার করে।এদিকে আদরের ছোট ছেলের মৃত্যুতে পরিবারসহ গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।