ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে গত শুক্রবার (১৬ আগস্ট) হতে থেমে থেমে ভারি বৃষ্টিপাত হচ্ছে। সোমবার (১৯ আগস্ট) পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় ধ্বসের শঙ্কা রয়েছে। জনগণের নিরাপত্তার জন্য কাপ্তাই উপজেলা প্রশাসনের পরামর্শে কাপ্তাই তথ্য অফিস কর্তৃক সোমবার সকাল হতে কাপ্তাই উপজেলার নতুনবাজার, লগগেইট, ঢাকাইয়া কলোনি, জেটিঘাট এবং শিলছড়ি এলাকায় মাইকিং করা হচ্ছে। এ সময় তথ্য অফিসের কর্মীরা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থান এবং স্থানীয় আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য প্রচার চালান।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন জানান, গত ৪ দিন ধরে থেমে থেমে প্রচুর বৃষ্টি হয়েছে, ফলে কাপ্তাইয়ের অনেক জায়গায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলো বেশ ঝুঁকিতে আছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের নির্দেশনায় এই পরিবার গুলোকে নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে আসার অনুরোধ করছি। কাপ্তাই তথ্য অফিস, স্থানীয় জনপ্রতিনিধি এবং রেড ক্রিসেন্টের সদস্যরাও এই প্রচার কাজে অংশ নিচ্ছেন ।
কাপ্তাই উপজেলা পিআইও রুহুল আমিন জানান, উপজেলার ৫ টি ইউনিয়নে ১৬ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে আসবেন উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাদের জন্য খাবার সহ সব ধরনের ব্যবস্থা করা হবে।