সাধন সাহা জয়, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পাঠাগার কক্ষে প্রয়াত সাংবাদিক ও শিক্ষক এটিএম হাবিবুল্লাহ আশিকের দোয়া মাহফিল ও শোক সভা অনু্ষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে এ দোয়া-মাহফিল ও শোক সভাটি অনু্ষ্ঠিত হয়েছে।
এ সময় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছার সভাপতিত্বে ও সাংবাদিক সঞ্জয় শীলের সঞ্চালনায় শোক জ্ঞাপন, স্মৃতি চারণ ও বক্তব্য প্রদান করেন প্রয়াত আশিকের বাবা মো. আবুল খায়ের, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী মো. ওয়াজেদ উল্লাহ জসিম, সাপ্তাহিক নবীনগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আব্বাস উদ্দিন হেলাল, স্টার টিভি অনলাইনের সিইও মো. শাহিন রেজা টিটু, নবীনগর প্রেসক্লাবের কার্যগরি কমিটির সদস্য সাধন সাহা জয়,মিঠু সূত্রধর পলাশ, শাফিউল আলম, নবীনগর উপজেলা প্রেসক্লাবের জহিরুল ইসলাম জহির, নবীনগর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রেজাউল হক রহমত, চাঁন বাদশা, নবীনগর সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি চৌধুরী শরীফ রনি, বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মিহাদ বাবু, নবীনগর সাংবাদিক সমিতির সভাপতি হাজী মো. কাউছার আহমেদ, নবীনগর মডেল প্রেসক্লাব ১ এর সিনিয়র সাংবাদিক মো. আনোয়ার হোসেন, নবীনগর মডেল প্রেসক্লাব ২ এর সভাপতি মো. খলিলুর রহমান খলিল পরদেশী, মো. আল-আমিন, নবীনগর রিপোর্টার্স প্রেসক্লাবের সভাপতি মো. মামুন খান, সাধারণ সম্পাদক রুহুল আমিন চিশতী, ইয়ার হোসেনসহ আরো অনেকে।
নারায়ণপুর কামিল মাদ্রাসার শিক্ষক ও সমবায় মার্কেট মসজিদের ইমাম জুনায়েদ হাসান, প্রয়াত আশিকের বেহেশত কামনায় দোয়া কামনা করেন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়েছে।