• শনিবার, ১৪ জুন ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির মানবিক উদ্দ্যোগ, ঈদ উপকরণ হিসেবে গরুর মাংস বিতরণ ঈদ-উল আযহা উপলক্ষে পানছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের উপহার সামগ্রী বিতরণ। মহালছড়িতে পালিত হয়েছে বিশ্ব তামাক দিবস ২০২৫ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: পানছড়িতে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ পানছড়িতে দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানে ছাগল ও শুকর বিতরণ দৌলতদিয়া পোড়াভিটা থেকে মাদক সেবী ও মাদক কারবারি আটক নানিয়ারচরে বিআরডিবির দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ গোয়ালন্দে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি পালিত খাগড়াছড়িতে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে ভিজিএফ (চাউল) বিতরণ মহেশখালীতে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে হাসপাতালে স্বাস্থ্য সেবা মানিকছড়িতে নিন্মাঞ্চল প্লাবিত পাহাড়ের পাদদেশে থাকা পরিবারকে সরে যাওয়ার নির্দেশ লামায় বৈরী আবহাওয়ার কারণে ৬০টি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

মেয়র আকবরের পদত্যাগের দাবিতে রাঙামাটিতে ছাত্র জনতার সড়ক অবরোধ

রাঙামাটি প্রতিনিধিঃ / ১৮১ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

 

মেহেদী ইমামঃ

২৪ঘন্টার আল্টিমেটাম শেষে মেয়র আকবরের পদত্যাগের দাবিতে আবারও রাঙামাটি পৌরসভায় বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। গেল বৃহস্পতিবার রাঙামাটি পৌরসভা গেইটে মেয়রকে দূর্নীতিবাজ উল্লেখ করে আকবর হোসেনের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। আল্টিমেটামের ৭২ঘন্টা পেরিয়ে গেলেও মেয়র পদে বহাল থেকে দায়িত্ব পালন করছেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।

রোববার (১৮ আগস্ট) বেলা আড়াই টায় রাঙামাটি পৌরসভার মাঠে আবারও আকবর হোসেন চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করে ২শতাধিক শিক্ষার্থী।

বিক্ষোভ সমাবেশে বক্তারা মেয়রের নানা দুর্নীতি, অত্যাচার ও নির্যাতনের বিষয় উল্লেখ করে বলেন, ক্ষমতার অপব্যবহার করে দূর্নীতির আকড়ে বসে আছে আকবর হোসেন চৌধুরী। ভুয়া উন্নয়ন প্রকল্প তৈরি, নিজের কাছের লোকদের টেন্ডারের মাধ্যমে কোটি কোটি টাকার কাজ দেওয়া, জমি দখল, চাঁদাবাজি ও নিয়োগ-বাণিজ্যের মাধ্যমে গত দুই মেয়াদে তিনি আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছেন। রাজনৈতিক প্রভাবে তিনি ২দফায় মেয়র হিসেবে দায়িত্বে থাকলেও উল্লেখযোগ্য কোন উন্নয়ন করেননি।

বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীরা মেয়রের পদত্যাগ দাবি করে সড়ক অবরোধ করে। ঘন্টাব্যাপী সড়ক অবরোধে রাঙামাটি চট্টগ্রাম সড়কে কয়েকশো যান আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়ে সহস্রাধিক যাত্রি। এসময় শিক্ষার্থীরা রোগী ও জরুরি পরিবহন সেবা অবরোধের আওতার বাইরে রাখেন।

সড়ক অবরোধের ঘটনায় শিক্ষার্থীদের সাথে কথা বলেন, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) নাসরিন সুলতানা এবং নেজারত ডেপুটি কালেক্টর শামিম হোসেন। পরে ছাত্রদের দাবির প্রেক্ষিতে এসময় পৌরসভা মিলনায়তনে ছত্রনেতাদের সাথে জরুরি এক বৈঠকে বসেন তারা।

এসময় মেয়র ও চেয়ারম্যানদের সরিয়ে প্রশাসক নিয়োগে রাষ্ট্রপতির অধ্যাদেশের বিষয়ে উল্লেখ করে নাসরিন সুলতানা বলেন, সরকারি আদেশ রয়েছে বিশেষ পরিস্থিতি বিবেচনায় আমরা রাঙামাটি পৌরসভায় একজন প্রশাসক নিয়োগ করব। অদ্য কর্ম দিবসেই এটা করা হবে। আপনারা শান্ত হোন। সড়কে স্বাভাবিক যান চলাচলে আপনারা আমাদের কে সহযোগিতা করুন। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা সড়কের অবরোধ তুলে নেয় এবং প্রশাসক নিয়োগের অপেক্ষায় পৌরসভা প্রাঙ্গণে অবস্থান নেয় তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ