• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
অচিরেই জিও ব্যাগ,বাঁধ ও ব্লক দিন মেঘনার নদী ভাঙ্গন প্রতিরোধে মানববন্ধনে এলাকাবাসী আলীকদম সেনা জোন কর্তৃক বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সাথে মতবিনিময় মহালছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় ওয়াদুদ ভূইয়া খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বান্দরবানে ইটভাটা বন্ধ হলে বেকার হয়ে পড়বে লক্ষাধিক শ্রমিক শত কোটি টাকা ক্ষতি অবৈধ বালি উত্তোলনের মহোৎসব-,উল্টো প্রাণ নাশের হুমকি মহালছড়ি বাসীর ভালোবাসায় সিক্ত জননেতা ওয়াদুদ ভুইয়া গোয়ালন্দে পৃথক ভাবে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মোল্লাহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী  যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন বাঘাইছড়িতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে গ্রেফতার ২

ফরিদপুরে আওয়ামী লীগে যোগ দিলেন পরিবহন মালিক

কামরুল হাসান জুয়েল, ফরিদপুর থেকে: / ৭৬৩ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

কামরুল হাসান জুয়েল, ফরিদপুর থেকে: ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সিদ্দিকী কামরুল আওয়ামী লীগে যোগদান করেছেন। এসময় তিনি উপস্থিত আওয়ামী লীগের নেতাদের হাতে ফুলের তৈরি একটি নৌকা তুলে দেন।
বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের চত্বরে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদ মিয়া।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককামরুজ্জামান সিদ্দিকী কামরুলকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বলেন, তরুণ এই পরিবহন মালিক নেতা কামরুল সিদ্দিকী ভাঙ্গা উপজেলার মালিগ্রামের সম্ভ্রান্ত মিয়া বাড়ির সন্তান। তার পরিবারের কেউ কোনদিন স্বাধীনতাবিরোধী পক্ষের রাজনীতি করেনি। সুদীর্ঘ জীবনে কামরুল সিদ্দিকীও কোনদিন আওয়ামী লীগের বিরোধীতা করেছেন এমন কোন কথাও শুনিনি। ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের নেতা আকরামুজ্জামান রাজা বলেন, করোনা পরিস্থিতির কারণে সরকারি বিধিনিষেধ থাকায় এখন সীমিত আকারে এই যোগাদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একারণে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরুল্লাহ এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে কাজী জাফরুল্লাহর সম্মতিতে তারই নির্দেশে কামরুল সিদ্দিকীর আজকের এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
যোগদান অনুষ্ঠানে কামরুজ্জামান সিদ্দিকী তার বক্তব্যে বলেন, আমার ছাত্রজীবনের শুরুতে রাজেন্দ্র কলেজে এইচএসসির ছাত্র হিসেবে আমি ছাত্রলীগের একজন কর্মী হিসেবে ছিলাম। ফরিদপুরের সাবেক ছাত্রনেতা জিয়াউল হাসান মিঠু, অনিমেষ রায়সহ সকলেই সেটি ভালো জানেন। তবে পরবর্তীতে কিছু বিরোধীতার কারণে আমি সেসময় দলীয় রাজনীতিতে সক্রিয় হতে পারিনি। তবে তখন থেকেই আমি বঙ্গবন্ধুর আদর্শকে আমার মনে প্রাণে ধারণ করে আসছি।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরুল্লাহর রাজনৈতিক সচিব এনামুল হকের সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একরাম আলী, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরীফ ও হাজী সোবহান মুন্সি, জেলা যুবলীগের সদস্য রাজিব হোসেন সুজন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পদাক সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিউল মিয়া প্রমুখ।তার এই যোগদানের বিষয়ে ফরিদপুর-৪ আসনের (স্বতন্ত্র) এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, আওয়ামী লীগ সেখানে শুদ্ধি অভিযান করছে, সেখানে একজন বির্তকিত লোককে দলে নেওয়া হচ্ছে। বিষয়টি স্থানীয় জনগণের কাছে বিষয়টি প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন এই এমপি ।অনুষ্ঠানের শুরুতে জাতীয় শোক দিবস উপলক্ষে সকল শহীদানদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কামরুল সিদ্দিকীকে ফুলের তৈরি নৌকা দিয়ে আওয়ামী লীগে বরণ করে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ