সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধি॥
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীতে আফসানা আক্তার কেয়া (২৪) নামের এক যৌনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই পল্লীর বাড়িওয়ালা মাজেদ মন্ডলের ভাড়াটিয়া যৌনকর্মী ছিল।বিকেলে নিজ বসত ঘরের ভিতরে সেলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে থাকা অবস্থায় তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। সে টাঙ্গাইল সদর থানার কান্দাপাড়া গ্রামের মো. আবুল হোসেনের মেয়ে।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিহাব বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যৌনকর্মী আফসানা আক্তার কেয়ার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতিকাজ চলছে।’ এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।