সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ রাজবাড়ী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে টানা সাতদিন রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশের কার্যক্রম বন্ধ থাকার পর আবারও কার্যক্রম শুরু হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
সোমবার (১২ আগস্ট) সকাল থেকে থানার এই কার্যক্রম শুরু হয় বলে নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার (ওসি তদন্ত) উত্তম কুমার ঘোষ।
সরজমিনে দেখাযায়, গোয়ালন্দ ঘাট থানা থেকে একটি সুজ্জিত টিম বের হয়ে গোয়ালন্দ বাসস্ট্যান্ড হয়ে ঢাকা খুলনা মহাসড়ক হয়ে দৌলতদিয়া ঘাট হয়ে হামিদ মৃধার হাট হয়ে জমিদার ব্রীজ এলাকা হয়ে আবার গোয়ালন্দ ঘাট থানায় আসে।
এ-সময় সাধারণ মানুষের মাঝে স্বস্তি দেখা দেয়। এদিকে গত কয়েক দিন ধরে ডাকাত ও ছিনতাইয়ের আতঙ্ক রাতদিন একাকার হয়ে গেছে সাধারণ মানুষ। থানা পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষসহ ব্যবসায়ীদের মাঝে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, পুরোপুরি ভাবে নতুন করে থানার কার্যক্রম চালু করা হয়েছে। আমরা ছাত্রজনতার সহযোগিতায় গণমাধ্যমসহ সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে যতটা দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসবো।