মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড়ে ইউপিডিএফ মূল দলের বাংলা নববর্ষ ২০২৪ উপলক্ষ্যে র্যালী ও ফেনি নদীতে ফুল ভাসানো হয়। শুক্রবার ১২ এপ্রিল সকালে ইউপিডিএফ মূল দলের আয়োজনে পাহাড়ি ছাত্র পরিষদ ও গনতান্ত্রিক যুব ফোরামের নেতৃত্বে রামগড় উপজেলার বিভিন্ন গ্রাম ও পাড়া থেকে আগত যুবক যুবতিদের অংশগ্রহনে রামগড় পৌরসভার ৯নং ওয়ার্ডের মহামুনি বৌদ্ধ বিহার এলাকা থেকে বিদায়ী বৎসর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে একটি বিশাল মটর শোভাযাত্রা, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ফেনী নদীতে ফুল ভাসানো ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে রামগড় ইউপিডিএফ মূল দলের সহকারী পোস্ট কমান্ডার জিয়ান চাকমার নির্দেশনা মোতাবেক পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বাহাদুর ত্রিপুরা ও রামগড় উপজেলা গনতান্ত্রিক যুব ফোরাম সভাপতি জার্মেট ত্রিপুরার নের্তৃত্বে রামগড় ইউনিয়ন ও পাতাছড়া ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি পাড়া ও গ্রাম থেকে ১২টি পিকাপ জীপ ও ৫০-৬০ টি মটর সাইকেল যোগে প্রায় ৬০০ জন পাহাড়ি যুবক ও যুবতি এতে অংশগ্রহণ করে বলে জানা যায়।
রামগড় উপজেলা দারোগাপাড়া এলাকায় ফেনী নদীতে ফুল ভাসানোর মাধ্যমে ফুল বিজু পালন করার পর রামগড় মহামুনি বৌদ্ধ বিহার এলাকা থেকে মটর র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভের সামনে এসে শেষ হয়।