• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সাঙ্গু নদীতে নৌকায় ডুবে নারী নিখোঁজ এখনো সন্ধান পাওয়া যায়নি মোল্লাহাটে বিএনপির আহবায়ককে অব্যাহতি দেয়ার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে এক ঘন্টার জন্য প্রতীকী পুলিশ সুপার হলেন শিশু শিক্ষার্থী নূর ইসরাত জাহান প্রবারণা পূর্ণিমাকে ঘিরে চলছে উৎসবের আমেজ লামায় ইউপি মেম্বারের বিরুদ্ধে অসহায় জায়গার মালিকের যত অভিযোগ বান্দরবানে এবারো এইচএসসি পরীক্ষার ফলাফলে কোয়ান্টাম কসমো কলেজ প্রথম কাপ্তাই মা সীতা দেবী মন্দিরে হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত রান্না ঘর ও বাগান নবীনগর নিখোঁজ গৃহবধূর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন! সাজেকে ক্ষতিগ্রস্ত পাহাড়ি ও বাঙ্গালী পরিবারের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান মানিকছড়িতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হাতে-কলমে অক্ষর শিখছে শিশুরা প্রবারণা উৎসবে মানিকছড়িতে অনুদান বিতরণ গুইমারা কলেজের সাফল্য মায়ের ইচ্ছে স্বপ্নপূরণে চিকিৎসক হতে চায় জিপিএ-৫ প্রাপ্ত আশরাফুল

মাটিরাঙ্গায় বিভিন্ন জাতি-গোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার / ২৫৪ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪

 

পাহাড়ি জনপদ মাটিরাঙ্গায় দরিদ্র ও অসহায় নানা জাতি-গোষ্ঠীর বিভিন্ন সমস্যার সমাধান এবং সাধারন মানুষের জীবন মান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে মন্তব্য করেছেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মো. কামরুল হাসান, পিএসসি।

মাটিরাঙ্গা সেনা জোন নিয়ন্ত্রিত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্যের ব্যবহার বন্ধ সহ সার্বিক নিরাপত্তা বজায়ে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী ও সচেতন মহলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

বুধবার (২০ মার্চ) বেলা ১১ টার দিকে মাটিরাঙ্গা জোন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্ণেল মো: কামরুল হাসান এসব কথা বলেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো: আতাউর রহমান লস্কর, মাটিরাঙ্গা প্রেসক্লাবের অর্থ সম্পাদক অন্তর মাহমুদ ও মাটিরাঙ্গা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক মো. সোহাগ মজুমদার প্রমুখ।

বৈসাবিন ও ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষ্যে যে কোন চাঁদাবাজি ও নকল টাকার কারবার বন্ধে তথ্যপ্রদান সহ পাহাড়ি-বাঙালীদের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

মতবিনিময় সভায় জুয়া, কিশোর গ্যাং এর দৌরাত্ব নিয়ন্ত্রন, জাল টাকার কারবার রোধ, অগ্নিকান্ডের ঘটনা মোকাবেলায় আগাম প্রস্তুতি, বাজার ব্যবস্থাপনায় আরো জনবান্ধব উদ্যোগ নেয়ার প্রয়েজনীয়তার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা পৌরসসভার কাউন্সিলর মো. এমরান হোসেন, মো. মিজানুর রহমান খোকন, মোহাম্মদ আলী, মো. তফিকুল ইসলাম, গুইমারা থানার এসআই জহিরুল ইসলাম, মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত শরীফুল ইসলাম ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর প্রতিনিধি মো. হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ