• শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষ ও তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে- আমীর খসরু বানভাসিদের জন্য রাজারবাগ দরবার শরীফের মেডিকেল ক্যাম্পেইন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কাচালং নদীতে গোসল করতে নেমে এক কিশোরী নিখোজ নবীনগরে উস্তাদ আলাউদ্দিন খাঁ,র ৫২ তম মৃত্যু বার্ষিকী পালন মানিকছড়িতে মারমা কল্যাণ সমিতির মতবিনিময় ও আলোচনা সভা মানিকছড়িতে মারমা ঐক্য পরিষদের মতবিনিময় সভা জেলার ত্রাণ তহবিলে নানিয়ারচর বিএনপির অর্থ জমা লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে সেনা জোন লংগদুতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত লংগদুতে ইউপি সদস্য রূপচান,র, পদ ত্যাগের দাবিতে মানববন্ধন

পুলিশী অভিযানে ভারতীয় গাড়ীর যন্ত্রাংশ ও সিএনজি উদ্ধার ; গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার / ২০৫ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

 

খাগড়াছড়িতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভারতীয় পণ্য নিয়ে আসার ধারাবাহিকতায় এবার মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশ ও রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। এসময় মো: বিল্লাল হোসেন (২১) ও মো: শাহ আলম (২৩) নামে দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ নভেম্বর) রাত ২টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডেল গাজীনগর এলাকায় অভিযান চালিয়ে এসব যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

গ্রেফতার কৃতরা হলো, মাটিরাঙ্গার দক্ষিন শান্তিপুর এলাকার বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে মো: বিল্লাল হোসেন (২১) ও উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা মৃত শাহাবুদ্দিনের ছেলে মো: শাহ আলম (২৩)।

পুলিশ সুত্রে জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশ বাজারজাত করার জন্য এনে মজুদ করা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গার গাজীনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা থানা পুলিশ। অভিযানকালে মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এসময় অবৈধ যন্ত্রাংশ পরিবহনে ব্যবহৃত একটি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশের আনুমানিক মুল্য ছয় লক্ষ টাকা বলেও জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যথা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় অঅইনশৃঙ্খলা রক্ষাসহ মাদক-চোরাচালান রোধে কাজ করে যাচ্ছে মাটিরাঙ্গা থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারির কারনে নাশকতকারীসহ, মাদক ও চোরাকারবারীদের অপতৎপরতা কমে আসছে। চোরাকারবারীদের বিরুদ্ধে খাগাড়ছড়ি জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ