কীটনাশক বিষ নিয়ন্ত্রণে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘কীটনাশক বিষ নিয়ন্ত্রণে চিকিৎসকদের প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশ (টিএসবি) এর সহযোগিতায় এবং স্বাস্থ্য সেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) কারিগরি সহায়তায় শীর্ষস্থানীয় কৃষি ব্যবসাযায়িক প্রতিষ্ঠান সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এ প্রশিক্ষক কর্মশালার আয়োজন করে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল।
খাগড়াছড়ি ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা‘র সভাপতিত্বে কর্মশালায় খাগড়াছড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ডা. ফজলে রাব্বি চৌধুরী ও রাঙ্গামাটি মেডিকেল কলেজের এসোসিয়েট প্রফেসর ডা. গৌরব দেওয়ান প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মাল্টিমিডিয়ার মাধ্যমে বিভিন্ন ক্ষতিকারক কীটনাশক সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ম্যানেজার ড. মোহাম্মাদ হাবিবুল্লাহ। তিনি বলেন, ২০১৪ সাল থেকে সিনজেনটা তাদের কার্যক্রম শুরু করে। পর্যায়ক্রমে ৬৪টি জেলায় কার্যক্রম শুরুর পরিরকল্পনার কথা জানান তিনি।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় খাগড়াছড়ি সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সনজিব ত্রিপুরা, দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তনয় তালুকদার. মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা, রামগড় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এবিএম মোজ্জামেল হক, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ আবুল হাসনাত, ডাক্তার সুবল জ্যোতি চাকমা, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রিপল বাপ্পি চাকমাসহ সরকারি হাসপাতালের ডাক্তার ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেড‘র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।