আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার প্রাচীন সনাতনী শ্রী শ্রী রাজশ্যামা কেন্দ্রীয় কালী মন্দির, তিনটহরী দুর্গা মন্দির, বরইতলী দুর্গা মন্দির ও একসত্যাপাড়া দুর্গা মন্দিরে আড়ম্বরপূর্ণ পরিবেশ উৎযাপিত দুর্গোৎসবের নবমীতে মন্ডপে মন্ডপে বিদায়ী সূর ও সমাপনী সন্ধ্যার আয়োজন পরিদর্শন করেন উপজেলা আওয়ামীলীগ পরিবার।
মঙ্গলবার দুর্গোৎসবের বিদায়ী সূর সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকসহ দলীয় নেতাকর্মী নিয়ে একে একে সব কয়টি মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম.এ. কাদের, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, ছাত্রলীগ সভাপতি মো.জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়, কলেজ ছাত্রলীগ সভাপতি মো. আবু জাফরসহ দলীয় নেতাকর্মীরা সফরসঙ্গী ছিলেন।
আওয়ামীলীগ সভাপতি ও সম্পাদক দুর্গোৎসব উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মন্দির কমিটির সাথে কৌশল বিনিময় করেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন।