• রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলা বিএনপির রাস মহাউৎসব পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার মোল্লাহাটে নকল বিড়ি তৈরির চৌচল্লিশ বস্তা তামাক ও সরঞ্জাম জব্দ চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ আটক,-২ সিএনজি জব্দ বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর গায়েবানা জানাজা রাঙামাটিতে অনুষ্ঠিত মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ

খাগড়াছড়িতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে প্রতিমন্ত্রী ও প্রশাসনিক কর্মকর্তা অনুদান বিতরণ

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)  / ২০৫ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) 

ভারত প্রত্যাগত শরণার্থী পূর্ণবাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও খাগড়াছড়ি সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, জেলা পরিষদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ গতকাল জেলার রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় প্রতিটি মন্ডপে ২৫ হাজার টাকা হারে অনুদান বিতরণ করা হয়।

শনিবার ভারত প্রত্যাগত শরণার্থী পূর্ণবাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও খাগড়াছড়ি সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, জেলা পরিষদ সদস্যবৃন্দ, জেলা আ.লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা শারদীয় দুর্গোৎসবের সপ্তমীতে জেলার রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় শারদীয় দুর্গোৎসবে পূজা মন্ডপ পরিদর্শন করেন।

দুপুরে রামগড় কালি মন্দিরে মন্ডপ পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৪টায় মানিকছড়ি উপজেলার শ্রী শ্রী রাজশ্যামা কালি মন্দির, তিনটহরী দুর্গা মন্দিরে আড়ম্বরপূর্ণ পরিবেশে উৎযাপিত শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে আসেন অতিথিরা।

এ সময় মন্দির ও পূজা উদযাপন কমিটি ফুলেল শুভেচ্ছায় অতিথিদের বরণ করেন। এ সময় প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা উপজেলার চারটি পূজা মন্ডপে ২৫ হাজার টাকা করে মোট ১লাখ টাকা নগদ অনুদান পূজা কমিটির হাতে তুলে দেন।

এ সময় জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, মো. মাঈন উদ্দীন, শাহিনা আক্তার, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, সহকারী কমিশনার(ভূমি) শাহীনা নাছরিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুকসহ পূজা কমিটির সভাপতি, সম্পাদক ও আ.লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা লক্ষ্মীছড়ি উপজেলা কালি মন্দিরে মন্ডপ পরিদর্শনে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ