‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হলো সড়ক নিরাপদ সংক্রান্ত সভা।
রোব বার ( ১৫ অক্টোবর) সকালের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও বিআরটিএ সার্কেল এর আয়োজনে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি বিআরটিএ সার্কেলের মোটরযান পরিদর্শক কায়সার আলম।
বক্তারা বলেন, ট্রাফিক বিষয়ে সকল শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। তাহলে দেশের মধ্যে সড়ক দুর্ঘটনা অনেক হারে কমে আসবে। অনেকসময় শিক্ষার্থীরা রাস্তা পার হতে গিয়ে সড়কে দেওয়া বিভিন্ন চিহ্ন অনুসরণ না করার কারনে গাড়ির মুখোমুখি হয়ে দুর্ঘটনার শিকার হয়। তাই সকল ছাত্র-ছাত্রীদের এসব খেয়াল করে চলতে হবে সড়কে।
এসময় জেলা শিক্ষা কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম ও সহকারী পুলিশ সুপার মো. রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।