তৈরি পোশাক রপ্তানিতে আমেরিকার বাজারে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশটিতে পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ২ দশমিক ৭৭ শতাংশ। গত অর্থবছর এই বাজারে পোশাক রপ্তানি সাড়ে ৫ শতাংশ কমেছিল।
এই সময়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্যের বাজারেও বাংলাদেশি পোশাকের রপ্তানি প্রবৃদ্ধির হার বেড়েছে। বড় বাজারে রপ্তানির গতি বেড়ে যাওয়ায় সার্বিকভাবে তৈরি পোশাক রপ্তানিতে দুই অঙ্কের প্রবৃদ্ধি হয়েছে।
চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বরে ১ হাজার ১৬২ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। একক দেশ হিসেবে বাংলাদেশি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য আমেরিকা।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাজারটিতে রপ্তানি হয়েছে ২০৭ কোটি ডলারের তৈরি পোশাক, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭৭ শতাংশ বেশি।